শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত সৈয়দ শামসুল হক
প্রকাশিত : ১৬:১৪, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:১৪, ২৮ সেপ্টেম্বর ২০১৬
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত লেখক সৈয়দ শামসুল হক। ফুলে ফুলে ঢেকে গেছে কবির কফিন। বুধবার বেলা সাড়ে ১১টায় শহীদ মিনারে কবির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও।
বেলা ১১টায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে। এসময় শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সাড়ে এগারটায় শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী দেশের বাইরে অবস্থান করায় তাঁর পক্ষ থেকেও কবির মরদেহে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জানান রাজনীতিবিদরাও। তারা বলেন কবি শামসুল হককে হারিয়ে জাতি এক অভিভাবককে হারালো।
শহীদ মিনার থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। জানাজা শেষে তার মরদেহ নেয়া হবে কবির জন্মস্থান কুড়িগ্রামে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
আরও পড়ুন