ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

শ্রদ্ধা, ভালোবাসায় চিরবিদায় নিলেন লাকী আখন্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ২২ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৫:১৯, ২২ এপ্রিল ২০১৭

লাকী আখন্দ

লাকী আখন্দ

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় চিরবিদায় নিলেন নন্দিত সংগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দ। শেষ শ্রদ্ধা জানাতে শনিবার সকালে তার মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ’সময় ভক্ত, শুভানুধ্যায়িরা বলেন, লাকি আখন্দের মতো প্রতিশ্র“তিশীল শিল্পীর চলে যাওয়া সাংস্কৃতিক অঙ্গনের জন্য বড় ক্ষতি।
এ যেন শিল্পীর প্রত্যাশা অনুযায়ি বিদায় বেলায় এমন বৃষ্টি ধারা।
মানুষের চোখের পানি আর প্রকৃতির কান্নায় ভারী হয়ে উঠে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার পরিবেশ।
বরেণ্য শিল্পী লাকি আখন্দের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
এরপর তার প্রতি শ্রদ্ধা জানায় সব শ্রেণীপেশার মানুষ।
প্রতিশ্র“তিশীল এমন শিল্পীর চলে যাওয়া সাংস্কৃতিক অঙ্গনের জন্য বড় ক্ষতি বলে মনে করেন ভক্ত- শুভানুধ্যায়িরা।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর নামাজে জানাজার জন্য লাকি আখন্দের মরদেহ নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি