শ্রবণ প্রতিবন্ধী শিশুদের কক্লিয়ার ইমপ্লান্ট বরাদ্দপত্র প্রদান
প্রকাশিত : ১৪:১৫, ১৮ জুন ২০১৭ | আপডেট: ১০:২০, ৭ জুলাই ২০১৭
শ্রবণ প্রতিবন্ধী শিশুদের মাঝে কক্লিয়ার ইমপ্লান্ট বরাদ্দপত্র তুলে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ’ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাক্তার মিলন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মসূচির আওতায় বিএসএমএমইউ’র উদ্যেগে পর্যায়ক্রমে ৭২টি শিশুর কানে এই কক্লিয়ার ইমপ্লান্ট প্রতিস্থাপন করা হবে। ডিভাইসগুলোর মোট বাজার মূল্য ৭ কোটি ২০ লাখ টাকা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার কামরুল হাসান খান বলেন, শুধুমাত্র প্রতিস্থাপনই নয়, এর রক্ষণাবেক্ষণের জন্য একটি ইউনিটও চালু করা হবে।