ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রম সচিবের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বকেয়া বেতনের দাবিতে চলমান অবস্থান কর্মসূচির মধ্যেই শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন শ্রম সচিব।

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শনিবার (২৯ মার্চ) দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠক এখনও চলছে। অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেডের শ্রমিক নেতা শহিদুল আলম, শাহীন আলম ও সত্যজিত বিশ্বাসসহ ১৫ সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছেন।

এদিকে শ্রম ভবনের বাইরে অবস্থান করছেন কয়েকশ’ শ্রমিক। পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক শামীম ইমাম বলেন, বিকাল ৪টায় গণমিছিলের কথা ছিল। তবে শ্রম সচিবের সঙ্গে বৈঠক হওয়ায় আপাতত মিছিল হচ্ছে না। পরবর্তী সিদ্ধান্ত হবে বৈঠকের পর।

গত ২৩ মার্চ থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন টিএনজেড গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি