শ্রমিকদের পুষ্টি চাহিদায় দেয়া হবে ট্যাবলেট
প্রকাশিত : ২৩:২৯, ৩১ মার্চ ২০১৯
রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত নিট পোশাক শিল্পের শ্রমিকদের পুষ্টি চাহিদা পূরণে আয়রন ফলিক এসিড ট্যাবলেট দেয়া হবে। নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ এবং নিউট্রিশন ইন্টারন্যাশনাল–এনআই এ শিল্পে কর্মরত প্রায় দুই লাখ নারী শ্রমিককে এই আয়রন ট্যাবলেট সরবরাহ করবে।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে সংগঠন দুটির যৌথ প্রকল্প ‘নিউট্রিশন অব ওয়ার্কিং উইমেন-এনওডব্লিউডব্লিউ’ এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, নিট খাতে কর্মরত নারী শ্রমিকদের পুষ্টি চাহিদা পূরণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও রক্তশূণ্যতা দুর করতে কাজ করবে এই প্রকল্প।এই প্রকল্পের আওতায় নারী শ্রমিকদের আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট সরবরাহ করার পাশাপাশি ৬০ হাজার পুরুষ শ্রমিকসহ ২ লাখ ৪০ হাজার শ্রমিককে পুষ্টি চাহিদা পূরণ ও স্বাস্থ্য সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হবে।
১৭ মাসে ৩০০টির বেশি কারখানায় এই কার্যক্রম পরিচালিত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আবু সায়ীদ আল মাহমুদ স্বপন বলেন, এক সময় এদেশের অনেক এলাকার মানুষ একবেলা পেট ভরে ভাত খেতে পারত না। কিন্তু এখন আর তেমন অবস্থা নেই। খাদ্যের চাহিদা পূরণ হওয়ায় আজ আমরা মানুষের পুষ্টির চাহিদা পূরণে কাজ করছি। জিডিপি ৮ শতাংশ অতিক্রম করা সম্ভব হয়েছে এই সব মানুষের জন্য। একজন সুস্থ শ্রমিক অধিক উৎপাদন করতে পারেন, তাই শ্রমিকদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে হবে।
প্রয়োজনীয় পুষ্টি ও তথ্যের অভাবে পোশাক খাত বাংলাদেশের শ্রমজীবী নারীদের উৎপাদনশীল শ্রম থেকে বঞ্চিত হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, “এই প্রজেক্ট পোশাক শিল্পের শ্রমিকদের স্বাস্থ্য, পুষ্টি ও পরিচ্ছন্ততা বিষয়ক প্রশিক্ষণ ও আয়রন ফলিক এসিড সরবরাহের মাধ্যমে উৎপাদনশীল শ্রমশক্তি গড়ে তুলবে।
বিকেএমইএর সহ-সভাপতি ফজলে শামীম এহসান বলেন, সুস্থ শ্রমিক মানেই স্বাস্থ্যবান শিল্প। আমাদের শিল্পের জন্যই শ্রমিকদের স্বাস্থ্যের দিকে নজর দেয়ার সময় এসেছে। নইলে নেতিবাচক প্রভাব পড়বে শিল্পের উৎপাদনশীলতায়। মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে কাতারে দাঁড়াতে হলে আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে শ্রমঘন এই শিল্পের শ্রমিকদের পুষ্টি চাহিদা পূরণ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার রাষ্ট্রদূত বেনোয়া প্রিফেন্তে, নিউট্রিশন ইন্টারন্যাশনাল (এনআই) এর কান্ট্রি ডিরেক্টর জাকি হাসান, এনআই এর ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান হ্যারিগেন, আইএলও এর কান্ট্রি ডিরেক্টর তুমো পুতেনিন প্রমুখ।
আরও পড়ুন