ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীদেবীর কারণে নাচতে পারছেন না ক্যাটরিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ১৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কিন্তু সেই তিনিই ডান্স ফ্লোরে নাচতে পারছেন না নার্ভাস হয়ে যাচ্ছেন জ্বী, সত্যিই হচ্ছে এমন আর এ কথা জানিয়েছেন খোদ ক্যাট আর এর সব দায় চাপিয়েছেন বলিউডের সাবেক লাস্যময়ী নায়িকা শ্রী দেবী এর ওপর

ক্যাটরিনার নাচিয়ে দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার লোক খোদ বলিউডেও পাওয়া যাবে না। অভিনয়ের পাশাপাশি নাচের কারণে পরিচালকদের নায়িকা বাছাইয়ে শীর্ষের দিকে থাকেন এই ব্রিটিশ ভারতীয় অভিনেত্রী। কিন্তু সেই তিনিই ডান্স ফ্লোরে নার্ভাস হয়ে পরছেন। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ‘চিকনি চামেলী’ বলেন শ্রী দেবী এর কারণেই তিনি নার্ভাস হচ্ছেন। সম্প্রতি ইন্সট্রাগামে নিজের নার্ভাস অবস্থার একটি ছবি পোস্ট করে লেখেন, “যদি শ্রী দেবী আপনাকে নাচের সময় দেখেন, তাহলে আপনাকে নার্ভাসই দেখানোর কথা...”

সম্প্রতি ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির জন্য নাচের অনুশীলন করছিলেন তিনি। সেখানে সেটে শ্রী দেবীর বিশাল আকারের একটি ছবি ছিল। সেখানে অনুশীলনের সময় বারবার সেই ছবিতে চোখ যাচ্ছিল ক্যাটের। আর তাতেই নার্ভাস হয়ে যাচ্ছিলেন এই অভিনেত্রী। এসময় তিনি অনেকক্ষণ শ্রী দেবীর ছবির দিকে তাকিয়ে বসে ছিলেন বলে জানা যায়।

তবে শ্রী দেবী বেশ সাহস যুগিয়েছেন এই অভিনেত্রীকে। ক্যাটরিনার করা পোস্টে তিনি মন্তব্য করেন, “তুমি সবসময়ই সেরা পারফর্ম করো”। তবে কিংবদন্তী এ অভিনেত্রীর এমন মন্তব্যে ক্যাটরিয়ার নার্ভাসনেস কাটল কী না তা এখনো জানা যায়নি।

সূত্রঃ আনন্দ বাজার

//এস এইচ//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি