ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীদেবীর মৃত্যুতে বলিউডে শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মৃত্যু এমনই হয়। কখন কে চলে যাবে তা বোঝাই দায়। তবে হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নেওয়া একটু কঠিন হয়ে পরে। চলে গেলেন বলিউডের সাড়াজাগানো নায়িকা শ্রীদেবী। পাঁচ দশক আগে যখন শিশুশিল্পী হিসেবে অভিনয়ে নাম লেখান তখন খুব কম মানুষই ধারণা করতে পেরেছিলেন ভারতীয় সিনেমার অবিচ্ছেদ্য নাম হয়ে যাবেন তিনি। নিজেকে প্রতিষ্ঠা করবেন ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় মাপের নারী সুপারস্টার হিসেবে।

বর্তমানে মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখ খানের ‘জিরো’ সিনেমাতেও কাজ করেছেন অতিথি চরিত্রে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের প্রায় সব তারকাই।

অমিতাভ বাচ্চন টুইটারে লিখেছেন, কিছু বলতে পারছি না, অদ্ভূত এক খারাপ লাগা পেয়ে বসেছে!

সঙ্গীততারকা আদনান সামি লিখেছেন, কিছু লিখতে গিয়ে হতবুদ্ধি হয়ে গেছি। সব জট পাকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে বজ্রপাত হয়েছে। শ্রীদেবীর মৃত্যুতে হৃদয় ভেঙে গেছে, তিনি ভারতের সুইটহার্ট, অবিশ্বাস্য গুণী একজন শিল্পী এবং সুন্দর মনের মানুষ। তার চলে যাওয়াটা খুব তাড়াতাড়িই হয়ে গেছে। শান্তিতে থাকুন।

প্রীতি লিখেছেন জিনতা, আমার সবসময়ের প্রিয় শ্রীদেবী আর নেই শুনে হৃদয় ভেঙে গেছে, শোকাহত। ঈশ্বর তার আত্মাকে শান্তিতে রাখুক।

কারিনা কাপুর খান লিখেছেন, খুবই হৃদয়বিদারক। শ্রীবেদী শান্তিুতে থাকুন।

শ্রীদেবীর বন্ধু ডিজাইনার মনীষ মালহোত্রা, সিঙ্গাপুর থেকে মুম্বাই ফিরছি। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।

প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, কিছু বলতে পারছি না। শ্রীদেবীকে যারা ভালোবাসতেন তাদের সবার জন্য সমবেদনা। একটা অন্ধকার দিন। শান্তিতে থাকুন।

সুস্মিতা সেন, মাত্রই শুনেছি শ্রীদেবী ম্যাম চলে গেছেন। আমি শোকাহত.. কান্না বন্ধ করতে পারছি না...

আনুশকা শর্মা, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না... শ্রীদেবী জি শান্তিতে থাকুন।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি