ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীদেবীর শেষ ডান্সের সঙ্গী অনিল কাপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সদ্য প্রয়াত বলিউড সুপারস্টার শ্রীদেবীর জীবনের শেষ ডান্সের দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ডান্সের সঙ্গী হয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় সুপারস্টার অনিল কাপুর।

দুবাইয়ের এক বিয়ের অনুষ্ঠানে কাপুর পরিবারের তারকাদের মিলনমেলা বসেছিল। বিশেষ কারে কাপুর পরিবারের সব সদস্যই বিয়েতে উপস্থিত ছিলেন। বাদ ছিলেন না শ্রীদেবীর স্বামী বনি কাপুরও।

এদিকে বিয়ে অনুষ্ঠানে শ্রীদেবী অনিল কাপুরসহ বেশ কয়েকজন সেলিব্রেটিকে নাচতে দেখা গেছে। দেবর অনিল কাপুরের সঙ্গে নাচের সেই দৃশ্য ভাইরাল হয়েছে ইতোমধ্যে। এদিকে অনিল কাপুরের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি হিট ছবি উপহার দিয়েছেন শ্রীদেবী।

সূত্র: জি নিউজ
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি