ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীদেবীর শেষকৃত্য আজ বিকেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দুবাই থেকে মঙ্গলবার রাতেই ভারতে ফিরেছে শ্রীদেবীর মরদেহ। আজ বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় মুম্বাইয়ের ভিলে পার্লে সেভা সমাজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বুধবার সকালে প্রথমে সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মুম্বাই স্পোর্টস ক্লাবে প্রয়াত অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানানো হবে।

উল্লেখ্য, শ্রীদেবীর মরদেহ নিয়ে বিশেষ বিমান দুবাই থেকে রওনা হয় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায়। ওই বিমান মুম্বাই বিমানবন্দরে পৌঁছায় রাত সাড়ে ৯টা নাগাদ।

এর আগে দুবাই প্রশাসন মঙ্গলবার শ্রীদেবীর মরদেহ দেশে ফিরিয়ে আনার ছাড়পত্র দেয়। ভারতীয় কনস্যুলেটকে চিঠি দিয়ে দুবাই পুলিশ জানায়, শ্রীদেবীর বিষয়টি সেখানে শেষ।

তার মরদেহ অনিল আম্বানির পাঠানো ১৩ আসনের ব্যক্তিগত বিমানেই দেশে ফিরিয়ে নিয়ে আসেন বনি কাপুর, অর্জুন কাপুর ও তার পরিবারের অন্যান্য সদস্যরা।

বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রীর পুত্র অর্জুন কাপুরও দুবাইতে গিয়েছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ‘হোটেলের আনুষ্ঠনিকতা শেষ করতে এবং শ্রীদেবীর মরদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়ায় বাবার পাশে থাকতে সকালেই দুবাই গেছেন অর্জুন।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি