ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীদেবীর শেষযাত্রায় চটে গেলেন সোনম (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

কাপুর পরিবারের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। শ্রীদেবীর আকিষ্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন পুরো পরিবার। শুধু বনি কাপুর ও শ্রীদেবীর দুই মেয়েই নয়, শ্রীদেবীর হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনিল কাপুর, সোনম কাপুরও। সব কাজ ফেলে ছুটে এসেছেন সোনম। পাশে দাঁড়িয়েছেন জাহ্নবী ও খুশির।

তবে বুধবার যখন শ্রীদেবীর দেহ শেষকৃত্যের জন্য ভিলে পার্লে শশ্মানে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সেই সময় রাস্তায় হঠাৎই মেজাজ হারান সোনম। সেদিন যখন সোনম ভিড় ঠেলে শববাহী গাড়ির দিকে এগোচ্ছিলেন তখন সাধারণ মানুষ, সংবাদমাধ্যমের ভিড়ে আটকে পড়েন তিনি। সকলের ধাক্কা ধাক্কিতে গাড়ির দিকে এগিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছিলো না। আর তখনই মেজাজ হারিয়ে ফেলেন অভিনেত্রী। তাঁর মুখ দিয়ে বেরিয়ে আসে কিছু অশালীন শব্দ।

পরে অবশ্য তাকে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়। আর এই ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটি দেখুন :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি