ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ২১ মে ২০২৪

শ্রীমঙ্গলে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত শ্রীমঙ্গল চারুকলা একাডেমী প্রাঙ্গনে উৎসবমুখর পারিবেশে মেডিটেশন দিবসের বিভিন্ন কর্মসুচি পালিত হয়। এতে যোগ দেন শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, এনজিও কর্মকর্তা, গৃহিনীসহ নানা শ্রেণি-পেশার অর্ধ-শতাধিক মানুষ। 

এ সময় বিশ্ব মেডিটেশন দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের শ্রীমঙ্গল প্রি-সেলের আর্ডেন্টিয়ার সোনিয়া রহমান, আহবায়ক শফিকুল ইসলাম জাভেদ ও আর্ডেন্টিয়ার কামরুজ্জামান শাকিল। এ সময় মেডিটেশনের গুরুত্ব ও উপকার নিয়ে কোয়ান্টাম থেকে প্রকাশিত বিভিন্ন বুলেটিন, লিফলেট বিতরন করা হয়। 

’ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভমি বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো শ্রীমঙ্গলেও দিবসটি পালিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন কোয়ান্টাম গ্র্যাজুয়েট এসোসিয়েট মেম্বার হুমায়ুন কবির রিপন, সুব্রত দাস, চারুকলা একাডেমির অধ্যক্ষ মিহির ভৌমিক, প্রবীন শিক্ষাবিদ দ্ধীপেন্দ্র ভট্টাচার্য, পল হ্যারিস উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ দিল আফরোজ বেগম, পাতকুড়ি সেসোইটির প্রধান নিবাহী দেবাশীষ দত্ত প্রমুখ। 

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি