শ্রীলংকাকে ৯৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত
প্রকাশিত : ১৭:১৮, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:০৬, ৯ ফেব্রুয়ারি ২০১৬
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমি ফাইনালে শ্রীলংকাকে ৯৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। প্রথমে ব্যাট করে আনমোলপ্রিত সিং ও সরফরাজ খানের হাফ সেঞ্চুরিতে ২৬৭ রান তোলে ভারত। জবাবে মাত্র ১৭০ রানেই শেষ হয় শ্রীলংকার ইনিংস।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ২৭ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ভারত। তবে তৃতীয় উইকেট জুটিতে আনমোলপ্রিত ও সরফরাজ ৯৭ রান যোগ করে সে চাপ ভালভাবেই সামাল দেন। আনমোলপ্রিত ৭২ ও সরফরাজ ৫৯ রান করেন। এছাড়া ওয়াশিংটন সুন্দার ৪৩, আরমান জাফর ২৯ ও মায়াঙ্ক দাগার ১৭ রান করলে ৯ উইকেটে ২৬৭ রানের বড় স্কোর পায় ভারত। শ্রীলংকার ফার্নান্দো ৪৩ রানে ৪ উইকেট নেন।
জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলংকার শুরুটাও ভাল হয়নি। মাত্র ১৩ রানে দুই ওপেনারকে হারিয়ে ব্যঅকফুটে চলে যায় তারা। এরপর মিডলঅর্ডার হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে লংকানরা। মেন্ডিস ৩৯, আশান ৩৮, ভিশাদ ২৮ ও দামিথা সিলভা ২৪ রান করলে ১৭০ রানেই শেষ হয় শ্রীলংকার ইনিংস। ভারতের পক্ষে দাগার ২১ রানে ৩ ও আভেশ খান ৪১ রানে ২ উইকেট নেন।
বৃহস্পতিবার দ্বিতীয় সেমি ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সকাল ৯টায় ।
আরও পড়ুন