ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

শ্রীলংকার বিপক্ষে সম্ভাব্য একাদশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ১০ মার্চ ২০১৮

নিদাহাস ট্রফির ত্রিদেশীয় টি-২০ সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এর আগে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে হারে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে টাইগাররা। ওই ম্যাচে ১২০ বলের মধ্যে ৫৫টিই ডট ছিল। অর্থাৎ ভারতের বিরুদ্ধে টাইগাররা ৫৫ বলে কোনো রানই করতে পারেননি। বাকি ৬৫ বলে তারা করেছেন ১৩৯ রান। এরপর ভ্যাট হাতে ৮ বল হাতে রেখেই জয় পায় ভারত।

তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ জানান, ‘আমরা শুধু একটি মাত্র জয়ের অপেক্ষায় আছি। একটি জয় পেলেই অন্য এক বাংলাদেশকে দেখা যাবে।

প্রতিপক্ষ প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে টুর্নামেন্ট শুভ সূচনা করে স্বাগতিক শ্রীলঙ্কা। টুর্নামেন্টে টিকে থাকার এই ম্যাচে আবার বাংলাদেশের জয়টাও বড় প্রয়োজন। আর সেদিক মাথায় রেখেই আজ মাঠে নামবে বাংলাদেশ।

বিসিবি সূত্রে জানা গেছে, দলে দুটি পরিবর্তন আনা হতে পারে। সেটি হচ্ছে বোলার মেহেদী মিরাজের বদলে আরিফুল হককে সুযোগ দেওয়া হতে পারে। আর পেসার তাসকিনের পরিবর্তে দলে ঢুকতে পারেন আবু হায়দার রনি।

ব্যাটিং অর্ডারে তেমন কোনো পরিবর্তনের আভাস নেই। আগের ম্যাচে যারা ছিলেন সবাই ফের মেলে ধরার সুযোগ পাবেন।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:

১. তামিম ইকবাল

২. সৌম্য সরকার

৩. লিটন দাস

৪. মুশফিকুর রহিম

৫. মাহমুদুল্লাহ রিয়াদ

৬. সাব্বির রহমান 

৭. মেহেদী হাসান মিরাজ/আরিফুল হক

৮. নাজমুল ইসলাম অপু

৯. রুবেল হোসেন

১০. তাসকিন আহমেদ/আবু জায়েদ রাহি/আবু হায়দার রনি

১১. মুস্তাফিজুর রহমান।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি