শ্রীলংকায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ
প্রকাশিত : ১৭:২১, ১ জুন ২০১৬ | আপডেট: ১৮:৫৯, ১ জুন ২০১৬
ঘূর্নিঝড়, ভূমিধসসহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় শ্রীলংকায় জরুরী ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ ‘বিএনএস বঙ্গবন্ধু’ এসব ত্রাণ সামগ্রী নিয়ে চট্টগ্রাম ত্যাগ করে।
সেসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ ঘাঁটির কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবিব, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল কবির তালুকদার, বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ইয়াসুজা গুনাসেকারাসহ উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা। ত্রাণবাহী জাহাজটি ১৪শ’ নটিক্যাল মাইল অতিক্রম করে আগামী ৩ জুন শ্রীলংকার কলম্বো বন্দরে পৌঁছাবে। বাংলাদেশ থেকে পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে বিশুদ্ধ পানি, ওয়াটার পিউরিফায়ার, জীবন রক্ষাকারী ঔষধ, বস্ত্র, তাঁবু, জেনারেটর ইত্যাদি। গেলো ১৯ মে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে শ্রীলংকায় অনেক হতাহতের ঘটনা ছাড়াও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আরও পড়ুন