ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শ্রীলঙ্কা ম্যাচের আগেই অজি শিবিরে বড় ধাক্কা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ২৫ অক্টোবর ২০২২

অ্যাডাম জাম্পা

অ্যাডাম জাম্পা

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা বেশ খারাপই হয়েছে অস্ট্রেলিয়ার। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামছে ফিঞ্চ-ওয়ার্নাররা। তবে তার আগেই বড় ধাক্কা খেল অজিরা।

রিপোর্ট অনুযায়ী, পার্থে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে তারকা লেগ-স্পিনার অ্যাডাম জাম্পাকে মিস করতে পারে অস্ট্রেলিয়া। 

ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে, কোভিড আক্রান্ত হয়েছেন জাম্পা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি-র নিয়ম অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হলেও কোনো ক্রিকেটারের খেলতে বাধা নেই। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ‘পজিটিভ’ হয়েও খেলেছিলেন আয়ারল্যান্ডের জর্জ ডকরেল।

সেই হিসেবে জাম্পাকে যদি শেষ পর্যন্ত দলে নেয়া হয়, তবে তিনি আলাদাভাবেই মাঠে নামবেন। দলের অন্যদের সঙ্গেও তার যোগাযোগ ‘সীমিত’ রাখা হবে। তবে জাম্পা খেলতে না পারলে, একাদশে দেখা যেতে পারে বাঁ-হাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারকে।

অস্ট্রেলিয়া দলের মুখপাত্র নিশ্চিত করেছেন যে, জাম্পার শরীর ভালো ছিল না। এর পর তার করোনা পরীক্ষা করা হয়, যার রিপোর্ট পজিটিভ আসে এবং তার শরীরে করোনার সামান্য লক্ষণ রয়েছে। এমন পরিস্থিতিতে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তার না খেলার সম্ভাবনাই বেশি। তবে টিম ম্যানেজমেন্ট চায়, তাকে খেলাতে।

তবে যখন করোনার উপসর্গ বেশি থাকে, তখন সম্ভবত বাইরে বসে থাকতে হবে প্লেয়ারকে। কারণ টিম ম্যানেজমেন্টও চাইবে না, পুরোপুরি ফিট না হয়ে কোনও প্লেয়ার মাঠে নামুক। নিঃসন্দেহে এটা অস্ট্রেলিয়ার জন্য একটি বড় ধাক্কা প্রমাণিত হতে পারে। কারণ নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। আর তাই শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে অজিদের।

অস্ট্রেলিয়া আগেও করোনা আক্রান্ত প্লেয়ারকে মাঠে নামিয়েছে। নারী অজি অলরাউন্ডার তালিয়া ম্যাকগ্রাথ কোভিড পজিটিভ হওয়া সত্ত্বেও এই বছরের শুরুতে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে নারী দলের হয়ে একটি স্বর্ণপদকের ম্যাচটি খেলেছিলেন।

যার ফলে জাম্পার পার্থের মাঠে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচ খেলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না, যদি তিনি ফিট থাকেন। জাম্পা এই ম্যাচ খেললে, তাকে আলাদাভাবে ভ্রমণ করতে হবে এবং অন্যান্য অজি খেলোয়াড় ও সহায়তা কর্মীদের সঙ্গে তার যোগাযোগ সীমিত করতে হবে।

অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য):
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা/অ্যাস্টন আগার, জশ হ্যাজলউড।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি