ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কাকে পাত্তাই দিলো না নিউজিল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ৫ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেলো না শ্রীলঙ্কা। সফরকারী শ্রীলঙ্কাকে ১৭৮ রানে অলআউট করে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিল ২৩.৫ ওভার হাতে রেখেই। আর দুর্দান্ত এই জয়ে ব্ল্যাকক্যাপসরা সিরিজটাও শুরু করল দারুণভাবে।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে নিউজিল্যান্ড শুরু থেকেই চেপে ধরে লঙ্কানদের। ২৩ রানে তুলে নেয় ৪ উইকেট। সেখান থেকে আরও বড় বিপর্যয় হয়নি শ্রীলঙ্কার, তবে দলটা আর মাথা তুলে দাঁড়াতেও পারেনি। 

ওপেনার আভিস্কা ফার্নান্দো ফিফটির পর ফিরে যান ৫৬ রান নিয়ে। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি জানিথ লিয়ানাগে (৩৬), চামিদু বিক্রমাসিংহে (২২) আর ওয়ানিন্দু হাসরাঙ্গারা (৩৫)। ফলে শ্রীলঙ্কা ৪৪তম ওভারে ১৭৮ রান তুলে অলআউট হয়। ম্যাট হেনরি ১৯ রানে নেন ৪ উইকেট। জ্যাকব ডাফি আর ন্যাথান স্মিথ নেন ২টি করে উইকেট। 

জবাবে নিউজিল্যান্ড রীতিমতো টি-টোয়েন্টি মেজাজে খেলতে থাকে। ওপেনিং জুটিতে রাচিন রবীন্দ্র আর উইল ইয়াং মিলে ১২.৩ ওভারেই তুলে ফেলেন ৯৩ রান। রাচিন ৩৬ বলে ৪৫ রান করে ফিরে যান সাজঘরে। মার্ক চ্যাপম্যানের সঙ্গে মিলে ইয়াং খেলাটা শেষ করেই ফেরেন। দুজনের ৮৩ বলে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি জয়ের বন্দরে পৌঁছে দেয় স্বাগতিকদের।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। 

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি