ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শ্রীলঙ্কাকে মাঠে বুঝিয়ে দেয়ার হুঁশিয়ারি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ৩০ আগস্ট ২০২২

সাকিব আল হাসান ও দাসুন শানাকা

সাকিব আল হাসান ও দাসুন শানাকা

ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ। লঙ্কান অধিনায়কের মন্তব্যকে ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ শিবির। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকার ‘সহজ প্রতিপক্ষ’ মন্তব্যে চটেছেন সাকিব আল হাসানরাও। শ্রীলঙ্কাকে মাঠে বুঝিয়ে দেয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী মিরাজ। 

এশিয়া কাপের প্রথম ম্যাচেই আফগানিস্তানের কাছে একেবারেই অপ্রত্যাশিতভাবে হেরে গেছে শ্রীলঙ্কা। প্রতিযোগিতার শেষ চারে যাওয়ার সম্ভাবনা কেমন বুঝছেন? ম্যাচের পর পুরস্কার বিতরণের সময় সঞ্চালকের এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে বিতর্ক তৈরি করেন শানাকা। 

ব্যাটারদের ব্যর্থতা মেনে নিলেও ওইদিন তিনি বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান বেশ ভালো বোলার। সাকিব আল হাসান বিশ্বমানের ক্রিকেটার। ওরা দু’জন ছাড়া বাংলাদেশ দলে আর কোনও বিশ্বমানের বোলার নেই। আমাদের গ্রুপে আফগানিস্তান তুলনায় কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশ প্রতিপক্ষ হিসাবে সহজ।’

লঙ্কান অধিনায়কের এই মন্তব্যেই অগ্নিশর্মা সাকিবরা। বাংলাদেশ অধিনায়ক নিজে মুখ খোলেননি। শ্রীলঙ্কাকে পাল্টা জবাব দিয়েছেন আরেক অলরাউন্ডার মিরাজ। তার বক্তব্য, কারা শক্তিশালী আর কারা দুর্বল- সেটা মাঠেই দেখা যাবে। 

বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, ‘কোনও দল ভালো বা খারাপ- এমন কিছু বলতে চাইছি না। মাঠেই বোঝা যাবে কারা ভালো, কারা খারাপ। ভালো দলও তাদের খারাপ দিনে হেরে যেতে পারে। আবার দুর্বল দল ভালো খেলে জিততে পারে।’ 

মেহেদী মিরাজ আরও বলেন, ‘মাঠে খেলা হবে। যারা ভালো খেলবে, তারাই জিতবে। আমরা কতটা ভালো দল সেটা মাঠে নেমে প্রমাণ করতে চাই। আগে থেকে কিছু ধরে নেয়ার থেকে মাঠে ভালো খেলাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কার বাকযুদ্ধ নতুন নয়। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে মাঠেই তর্কে জড়ান বাংলাদেশের নুরুল হাসান এবং শ্রীলঙ্কার তৎকালীন অধিনায়ক থিসারা পেরেরা। ক্ষুব্ধ সাকিব তো দল তুলে নেয়ার হুমকিও দেন সেদিন। 

বাংলাদেশের ইনিংসের শেষ ওভারে একটি বাউন্সার ঘিরে বিতর্ক তৈরি হয়। সাকিবরা ‘নো বল’ দাবি করলেও আম্পায়াররা দেননি। সেই ম্যাচে অবশ্য শেষ পর্যন্ত বাংলাদেশই জয় পায়। প্রতিযোগিতার ফাইনালে উঠে অবশ্য ভারতের কাছে হেরে যায় টাইগাররা। 

যার ফলশ্রুতিতে শ্রীলঙ্কার দর্শকরাও গ্যালারি থেকে উপহাস করেছিলেন বাংলাদেশের ক্রিকেটারদের।

আগামী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি