শ্রীলঙ্কাকে হারিয়েছে অস্ট্রেলিয়া
প্রকাশিত : ১১:০৭, ২৭ মে ২০১৭
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে অ্যারণ ফিঞ্চের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
লন্ডনের কেইনিংটন ওভালে প্রথমে টস হেরে ব্যাট করতে ৭ উইকেটে ৩১৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৯টি চার ও ২টি ছক্কায় এই ইনিংস খেলেন ম্যাথিউস। আর ৭০ রানে অপরাজিত থাকেন আসলা গুণারাতেœ। অজিদের হয়ে ৩টি উইকেট নিয়েছেন হেনরিকস। জবাবে ব্যাট করতে নেমে অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে ২ উইকেট হাতে রেখেই জয় তোলে নেয় অস্ট্রেলিয়া। ১১টি চার ও ৬টি ছয়ে ১০৯ বলে ১৩৭ রান করে ফিঞ্চ। এছাড়া, ৮৫ রানে অপরাজিত থাকেন ট্র্যাভিস হেড।