ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ১৮ মার্চ ২০১৮

সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়া রোধ করতে শ্রীলঙ্কাজুড়ে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। রোববার দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেন।

নিজের টুইটার ফিডে সিরিসেনা বলেছেন, জননিরাপত্তা পরিস্থিতি বিবেচনার পর গতকাল মধ্যরাত থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছি আমি।

মধ্যাঞ্চলীয় জেলা ক্যান্ডিতে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার ঘটনার পর ৬ মার্চ দেশজুড়ে ১০ দিনব্যাপী জরুরি অবস্থা জারি করেছিলেন তিনি।

গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই দাঙ্গায় দুইজন নিহত এবং মুসলিম মালিকানাধীন শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও ২০টিরও বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়।

কট্টরপন্থি বৌদ্ধ গোষ্ঠীগুলোর বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গত বছরজুড়েই এই দুই সম্প্রদায়ের মধ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

মুসলিমরা লোকজনকে ইসলাম ধর্ম গ্রহণে জোর করছে এবং বৌদ্ধদের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলো ভাংচুর করছে এমন অভিযোগ করে আসছে ওই কট্টরপন্থি বৌদ্ধ গোষ্ঠীগুলো।

পাশাপাশি কিছু বৌদ্ধ জাতীয়তাবাদী শ্রীলঙ্কায় মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের উপস্থিতিরও বিরোধীতা করছিল, যাদের অধিকাংশ বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে সেখানে গিয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি