ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সংকটের আবর্তে বান্দরবান সদর হাসপাতাল (ভিডিও)

প্রকাশিত : ১৫:৩৭, ১৯ মে ২০১৯

প্রয়োজনের অর্ধেক লোকবল দিয়ে চলছে ১০০ শয্যার বান্দরবান সদর হাসপাতালের কার্যক্রম। বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও সংকট রয়েছে আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ টেকনিশিয়ানের। ফলে দীর্ঘদিন ধরে পাহাড়ী এই জনপদের সরকারি হাসপাতালে সেবা কার্যক্রম চলছে খুড়িয়ে খুড়িয়ে।

১৯৮৯ সালে ৫০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে সদর হাসপাতালটি। ২০০৫ সালে এই হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হলেও বর্তমানে ৫০ শয্যার অনুমোদিত ২১ জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র ৯ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অনেক রোগীকে হাসপাতালে ভর্তি না করে চট্টগ্রাম মেডিকেল অথবা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষাও করাতে হয় বাইরে থেকে। এতে গরীব রোগীদের ভোগান্তির অন্ত নেই।

প্রয়োজনীয় লোকবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে সেবা দিতে হিমশিম খেতে হয় বলে জানালেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা।

সীমিত লোকবল ও নানা সীমাবদ্ধতা নিয়েও সর্বোচ্চ সেবা দেয়ার কথা জানান জেলা সিভিল সার্জন।

দুর্গম পাহাড়ের গরীব ও অসহায় রোগীদের দুর্ভোগ বিবেচনায় আধুনিক যন্ত্রপাতিসহ শিগগিরই প্রয়োজনীয় লোকবল নিয়োগের দাবি বান্দরবানবাসীর।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি