সংক্ষিপ্ত সফরে ঢাকায় বান কি মুন
প্রকাশিত : ০৮:১১, ২৩ নভেম্বর ২০১৯
সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। গতকাল শুক্রবার রাতে তিনি ঢাকায় পৌঁছান। চলতি বছরে বাংলাদেশে এটা তার দ্বিতীয় সফর।
আজ বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি বক্তৃতা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বান কি মুন আজ সকাল ১১টায় রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আব্দুল মোমেন নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন তিনি।
গত ৯ জুলাই জলবায়ুবিষয়ক বৈশ্বিক অভিযোজন কমিশনের সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। ওই সফরের সময় মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের খোঁজখবর নিতে তিনি কক্সবাজার গিয়েছিলেন। এর আগে ২০১১ সালে জলবায়ুবিষয়ক সম্মেলনে যোগ দিতেও ঢাকায় এসেছিলেন তিনি।
সূত্র : ইউএনবি
এসএ/
আরও পড়ুন