ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

অবসরের ঘোষণা

সংবাদ সম্মেলনে কাঁদলেন অ্যান্ডি মারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ১১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:৪৫, ১১ জানুয়ারি ২০১৯

টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অ্যান্ডি মারে। শুক্রবার মেলবোর্নে সংবাদ সম্মেলন করে অবসর ঘোষণা দেওয়ার সময় বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক নাম্বার ওয়ান। এ সময় বেশ কিছুক্ষণ ধরে মাথা নিচু করে কাঁদলেন তিনি। বেশ কয়েকবার চোখ মুছতে দেখা যায় তাকে।

ইনজুরির কারণে ১৫ বছরের টেনিস ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এই ব্রিটিশ টেনিস তারকার। এখনও হিপ সার্জারির রেশ কাটেনি তার।

গত বছরের শেষ দিকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছিলেন তিনি। যদিও উইম্বলডন দিয়ে চলতি মৌসুম শেষে অবসর নিতে চেয়েছেন মারে। কিন্তু তার ধারনা, আগামী সপ্তাহের অস্ট্রেলিয়ার ওপেনই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।

মারে বলেন, এই ব্যথা নিয়ে আমি আরও ৪/৫ মাস খেলতে পারব কী না নিশ্চিত নই। আমি উইম্বলডন দিয়ে থামতে চেয়েছিলাম কিন্তু জানি না সেটা করতে পারবো কী না।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি