সংবাদের প্রধান সম্পাদক আহমদুল কবিরের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৯:২৬, ২৪ নভেম্বর ২০২০
গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের প্রধান সম্পাদক আহমদুল কবিরের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৩ সালের আজকের এই দিনে কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি। সত্তরের দশকে তিনি গণতন্ত্রী পার্টি প্রতিষ্ঠা করেন।
আহমদুল কবিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে পলাশ উপজেলার ঘোড়াশালে তার কবরে শ্রদ্ধা জানাবে মনু মিয়া স্মৃতি সংঘসহ বিভিন্ন সংগঠন। তার পরিবারের পক্ষ থেকে কয়েকটি এতিমখানায় খাবার বিতরণ ও বাদ জোহর মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আহমদুল কবিরের ডাকনাম মনু মিয়া। রাজনৈতিক ও সাংবাদিকতা অঙ্গনের প্রতিভাদীপ্ত এই গুণী ব্যক্তিত্ব নরসিংদী-২ আসন থেকে ১৯৭৯ ও ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭২ সালে সংবাদের সম্পাদকের দায়িত্ব নেন। ২০০১ সালে সংবাদের প্রধান সম্পাদক হন তিনি এবং আমৃত্যু এ দায়িত্ব পালন করেন। কমনওয়েলথ প্রেস ইউনিয়নের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
এসএ/