ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

সংবিধান ইস্যুতে ভেনেজুয়েলায় বিরোধীদের গণভোট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ১৭ জুলাই ২০১৭ | আপডেট: ২০:১৩, ১৭ জুলাই ২০১৭

সংবিধান সংশোধনের ইস্যুতে ভেনেজুয়েলার বিরোধীদলগুলো নিজেরাই একটি গণভোটের আয়োজন করেছে। এই গণভোট হচ্ছে এমন সময় যখন ভেনেজুয়েলা এক গভীর রাজনৈতিক সংকটে পতিত।

দেশটির প্রেসিডেন্ট মাদুরো চলতি মাসের শেষে জাতীয় সাংবিধানিক পরিষদের জন্য প্রতিনিধি নির্বাচনের পরিকল্পনা করেছেন। বিরোধীরা এই প্রতিনিধি নির্বাচনের বিরোধিতা করে গণভোট আয়োজন করেছে। লাখ লাখ মানুষ গণভোটে এই বিষয়ে তাদের রায় দেবেন বলে মনে করছেন বিরোধীদলগুলো।

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট চ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দ্রুত জনপ্রিয়তা হারাতে থাকেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি