ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংরক্ষণের অভাবে সুখাইর জমিদারবাড়ি (ভিডিও)

প্রকাশিত : ১০:৫৯, ৬ মার্চ ২০১৯ | আপডেট: ১১:৫২, ৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

সংরক্ষনের অভাবে হারিয়ে যাচ্ছে সুনামগঞ্জ জেলার শত বছরের সুখাইর জমিদার বাড়ি। জঙ্গলে ঢেকে গেছে এর বেশীর ভাগ অংশ। খসে পড়ছে ভবনের পলেস্তেরা। এছাড়া জমিদার বাড়ি পরিদর্শনে গিয়ে নানা ভোগান্তিতে পড়ছেন পর্যটকরা।

সুনামগঞ্জের সুখাই জমিদারবাড়ী। এলাকায় প্রচলিত রয়েছে, জমিদার মথুর রায় চৌধুরীর পরিবারের পূর্ব পুরুষ বাড়ীর ভেতরে একটি গোপন কক্ষ নির্মাণ করে তাতে মুল্যবান সম্পদ লুকিয়ে রেখেছিলেন। পরে সেখান থেকে নানারকম ভয়ংকর শব্দ আসায় ভয়ে আর কেউ সে কক্ষে যায়নি।

এখনো জমিদারবাড়ীর মালঘর থেকে ভয়ংকর শব্দ আসে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রাচীন কারুকাজের এই দীর্ঘ প্রাসাদটির ভেতরে রয়েছে অনেকগুলো কক্ষ। আছে মন্দির। যা দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা।

তবে সংরক্ষনের অভাবে হারিয়ে যাচ্ছে জমিদার বাড়ির সৌন্দর্য্য। এতে হতাশা প্রকাশ করেছেন দর্শনার্থী ও স্থানীয়রা।

জানা যায়, বৃটিশদের দুই হাজার মন চাল দিয়ে রায়বাহাদুর উপাধি পান জমিদার মথুর রায় চৌধুরী। পরে তার অনুরোধে বিট্রিশরা সেখানে হাসপাতাল, পোষ্ট অফিস ও সাবরেজিস্টারী অফিস নির্মাণ করে। বিটিশ আমলে এমন স্থাপনা প্রতিষ্ঠিত হলেও আজও গ্রামটি যোগাযোগ বিচ্ছিন্ন।

প্রাচীন এই জমিদার বাড়ি সংরক্ষণ ও পর্যটকদের জন্য যাতায়াত-সহ সব ধরনের সুবিধা নিশ্চিত করার দাবি সুনামগঞ্জবাসীর।

 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি