ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

সংসদীয় নির্বাচনকে ঘিরে চ্যালেঞ্জের মুখে ইমান্যুয়েল ম্যাক্রন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ৯ মে ২০১৭

ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে জয়ের পর এখন সংসদীয় নির্বাচনকে ঘিরে চ্যালেঞ্জের মুখে ইউরোপীয় ইউনিয়নপন্থি নেতা ইমান্যুয়েল ম্যাক্রন।

আগামী ১১ এবং ১৮ জুনে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই মধ্যপন্থি এ নেতাকে সংসদীয় নির্বাচনের জন্য দলীয় অবস্থান শক্তিশালী করতে হবে। মাত্র এক বছর আগে গড়ে ওঠা ম্যাক্রনের দল ‘এন মার্চে’ এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে তাকে জোট গড়ার পথে এগুতে হবে। এছাড়া ডান-বাম রাজনীতির বিভক্তি দূর করে ঐক্য প্রতিষ্ঠাও ম্যাক্রনের জন্য বড় চ্যালেঞ্জ। এরপরই শ্রম আইন শিথিল করা, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব ও সরকারি ব্যয় কমানো নির্বাচনী প্রতিশ্র“তি পূরণের চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে ম্যাক্রনকে। এছাড়া ইইউ নেতা, মার্কিন প্রেসিডেন্টসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টিও রয়েছে।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি