সংসদীয় নির্বাচনকে ঘিরে চ্যালেঞ্জের মুখে ইমান্যুয়েল ম্যাক্রন
প্রকাশিত : ১০:৩৬, ৯ মে ২০১৭
ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে জয়ের পর এখন সংসদীয় নির্বাচনকে ঘিরে চ্যালেঞ্জের মুখে ইউরোপীয় ইউনিয়নপন্থি নেতা ইমান্যুয়েল ম্যাক্রন।
আগামী ১১ এবং ১৮ জুনে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই মধ্যপন্থি এ নেতাকে সংসদীয় নির্বাচনের জন্য দলীয় অবস্থান শক্তিশালী করতে হবে। মাত্র এক বছর আগে গড়ে ওঠা ম্যাক্রনের দল ‘এন মার্চে’ এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে তাকে জোট গড়ার পথে এগুতে হবে। এছাড়া ডান-বাম রাজনীতির বিভক্তি দূর করে ঐক্য প্রতিষ্ঠাও ম্যাক্রনের জন্য বড় চ্যালেঞ্জ। এরপরই শ্রম আইন শিথিল করা, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব ও সরকারি ব্যয় কমানো নির্বাচনী প্রতিশ্র“তি পূরণের চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে ম্যাক্রনকে। এছাড়া ইইউ নেতা, মার্কিন প্রেসিডেন্টসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টিও রয়েছে।
আরও পড়ুন