সংসদে জাপার অবস্থান নিয়ে সিদ্ধান্ত আজ
প্রকাশিত : ০৯:০৬, ৩ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:০৭, ৩ জানুয়ারি ২০১৯
একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির অবস্থান নিয়ে আজ বৃহস্পতিবার পার্লামেন্টারি বোর্ড সভায় সিদ্ধান্ত নেবে। দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গতকার বুধবার বিষয়টি নিশ্চিত করেন।
রাঙ্গা বলেন, বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত দলের পার্লামেন্টারি বোর্ড বৈঠক করে সিদ্ধান্ত নেবে, জাতীয় পার্টি সংসদে কী হিসেবে দায়িত্ব পালন করবে।
সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছে মহাজোট। এই জয়ের মাধ্যমে টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আর দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয়ী হয়ে প্রধান বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি (জাপা)। তবে বিষয়টি অনেকটা নিশ্চিত হলেও এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানাবে দলটি।
প্রসঙ্গত, এই নির্বাচনে সর্বোচ্চ ২৬৬টি আসন পেয়ে আওয়ামী লীগ বিজয়ী হয়। আর লাঙ্গল প্রতীকে নির্বাচন করে জাপা ২২টি আসনে জয়ী হয়। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট জোট ৭টি আসন। এর মধ্যে বিএনপি ৫ ও গণফোরাম ২ আসনে জয়লাভ করে।
মহাজোটের নেতৃত্বে থাকা আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা জানান, সংবিধান অনুযায়ী সরকার গঠনে অর্ধেকের বেশি আসন প্রয়োজন হয়। আসন সংখ্যার দিক থেকে যে দলটি দ্বিতীয় অবস্থানে থাকবে, সেটিই বিরোধী দল হবে। বিষয়টি নিয়ে সংশয় থাকার কোনও কারণ নেই। তবে কে বিরোধী দলীয় নেতা হবেন, তা নিয়ে সংশয় রয়েছে।
একে//
আরও পড়ুন