ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘সংস্কারের প্রশ্নে পিছপা হলে, রাষ্ট্রের স্থিতিশীলতা পেছাবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ২৭ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সংস্কারের প্রশ্নে পিছপা হলে, রাষ্ট্রের স্থিতিশীলতা আবার পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে সংলাপে অংশ নেন তিনি। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এ সংলাপের আয়োজন করে।

পরিবেশ উপদেষ্টা বলেন, ঐক্যের পথ বন্ধুর, সবার মতামত নিয়ে ঐক্যে যেতে হবে, এবং সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যে পৌঁছাতে হবে।

বড় ধরনের পরিবর্তন আনতে তারুণ্যই বড় ভূমিকা রাখবে মন্তব্য করে রিজওয়ানা হাসান, ‘এবার যদি আমরা সংস্কারের প্রশ্নে পিছপা হই, তাহলে রাষ্ট্রের স্থিতিশীলতা আবার পিছিয়ে যাবে।’
 
সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘তারা (দেশের মানুষ) চান এমন একটি নির্বাচনী ব্যবস্থা, যেখানে তার ভোট দেয়ার অধিকার থাকবে এবং সেই ভোট নির্ধারক হবে। তারা চান জবাবদিহির ব্যবস্থা থাকবে এবং সর্বোপরি তারা চান ক্ষমতার যেন এককেন্দ্রিকরণ না ঘটে।’

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতের জন্য প্রস্তুত থাকলাম না–নিয়ন্ত্রণটা ছেড়ে দেবেন না।’

প্রসঙ্গত, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর সব রাজনৈতিক দলের সমর্থনে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্র মেরামতে গঠন করা হয় ১৫টি সংস্কার কমিশন। একদিকে সংস্কার অন্যদিকে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের তাগাদা–এমন প্রেক্ষাপটে শুরু হয়েছে জাতীয় সংলাপ।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি