ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বৈশাখী কবিতা উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ১৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্ব কবিমঞ্চ আয়োজিত ও ফাতিমা ফাউন্ডেশন’র সহযোগিতায় বৈশাখী কবিতা উৎসব-১৪২৫ উপলক্ষে কবিতা পাঠ, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় সংস্কৃতি বিকাশ কেন্দ্রে (পরিবাগ, ঢাকা) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব কবিমঞ্চ’র আহবায়ক পুলক কান্তি ধর-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও দার্শনিক সৈয়দ আজিজ। মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন কবি সমরেশ দেবনাথ। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগীত শিল্পী ও শিক্ষক বীর মুক্তিযোদ্ধা প্রেন্টিস রায় (ক্যানাডা), কবি ও সংগঠক সাতকর্ণী ঘোষ (ভারত), কবি দীলিপ বসু (ভারত)।

শিল্পী মাহমুদার সঞ্চলনায় আবৃত্তি করেন কবি স্বরুপ মন্ডল (ভারত), মুনসুর রহমান (বাংলাদেশ), কবি সৈকত নায়েক (ভারত), তাপস কর্মকর (বাংলাদেশ), সিক্ত রানী সাহা (বাংলাদেশ), শিমুল পারভীন পারভেজ (বাংলাদেশ), কল্যাণী দেব চৌধুরী লিপি (বাংলাদেশ), মীর লিয়াকত (বাংলাদেশ)।

এ সময় উপস্থিত ছিলেন কবি গোলাম কিবরিয়া, জাকির হোসেন, সরদার ফাতিমা জহুরা ময়না । উল্লেখ্য, কবিতায় বিশেষ অবদানের জন্য ৪জন অতিথিকে সম্মাননা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি