ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

সকার ক্লাব ফেনীকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী

প্রকাশিত : ২০:০৮, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৭, ৮ এপ্রিল ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সকার ক্লাব ফেনীকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশুন্য। শক্তিশালী চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে শুরু থেকেই পাল্লা দিয়ে লড়তে থাকে ফেনী সকার। তবে, দূর্বল ফিনিশিংয়ে প্রথমার্ধে কাঙ্খিত গোলের দেখা পায়নি কোন দল। বিরতির পর ৬৬ মিনিটে হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রুক্স থেক বল পান জাহিদ হোসেন। এই দক্ষতার সাথে বল জালে পাঠিয়ে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন জাহিদ। এরপর দুই দলই একাধিক সুযোগ পেয়েছিল। তবে, আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। এই ম্যাচ শেষে ৮ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ১৫, আর সমান খেলায় সকার ক্লাব ফেনীর পয়েন্ট ৯।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি