ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ১ আগস্ট ২০২৪

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। বৃষ্টির কারণে বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। 

এদিন ভোররাত থেকে শুরু হয় বৃষ্টি। সকাল ৮টার দিকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমে আসে। এসময় রাস্তায় গণপরিবহনের সংখ্যা কিছুটা বাড়তে থাকে। সড়কে তৈরি হয় যানজট। 

এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর থেকে মেট্রোরেল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। 

বাংলামোটরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা মাহবুব ইসলাম দেশ রূপান্তরকে বলেন, সকাল থেকে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। ৮টার কিছু আগে বৃষ্টি একটু কমলে অফিসে জন্য বের হই। রাস্তায় বাস পেতে খুব একটা অসুবিধা হয়নি। 

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দেশেই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবৃষ্টিসহ ভারী বৃষ্টিরও শঙ্কা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৪ থেকে ৫ দিন সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি