সকাল থেকেই জেলায় জেলায় বের হয় বর্ণিল শোভাযাত্রা
প্রকাশিত : ১৬:১৮, ১৪ এপ্রিল ২০১৭
বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ষবরণ উৎসবে মেতেছে গোটা দেশ। সকাল থেকেই জেলায় জেলায় বের হয় বর্ণিল শোভাযাত্রা। নানা রংয়ে সেজে, নেচে-গেয়ে বৈশাখ বরণ করছে বাঙ্গালি। পুরনো গ্লানি মুছে, নতুন দিন গড়ার প্রত্যয় সবার চোখে-মুখে।
বাংলা বর্ষবরণে সরকারি নির্দেশনায় এবার প্রথমবারের মতো সারাদেশে বের হয় মঙ্গল শোভাযাত্রা।
বরিশালে চারুকলা ও উদীচি শিল্পী গোষ্ঠীর আয়োজনে পৃথক শোভাযাত্রা বের হয়।
ভালুকায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন করছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।
জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইলের পৌরউদ্যান থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।
নতুন বছরের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়।
জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলের প্রত্যয় নিয়ে ফেনীতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ।
মাগুরায় নানা আয়োজনে বাংলা নতুন বছর বরণ করেছে বাঙ্গালী।
গোপালগঞ্জে শেখ রাসেল শিশুপার্কে আয়োজন করা হয় বৈশাখীমেলা।
হবিগঞ্জে বর্ণমালা খেলাঘর আসরের আয়োজনে হয় বর্ষবরণ অনুষ্ঠান।
মঙ্গল শোভাযাত্রার সূতিকাগার যশোরের চারুপিঠে বাহারি আয়োজনে হয় শোভাযাত্রা।
কিশোরগঞ্জে পুরাতন স্টেডিয়াম থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কুষ্টিয়ায় বর্ষবরণ উপলক্ষে জেলা উদীচি আলোচনা সভার আয়োজন করে।
লক্ষ্মীপুরে ছিলো প্রতিকী শিল্পকর্ম নিয়ে প্রাণবন্ত শোভাযাত্রা।
নাটোরে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন করা হয় আদিবাসী নৃত্য।
মুন্সীগঞ্জে বিভিন্ন স্থানে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তার আয়োজন।
পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মেলা মঞ্চে সমবেত কণ্ঠে বর্ষবরণের সংগীত পরিবেশন করা হয়।
মঙ্গল শোভাযাত্রা ও পান্তা উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে মেহেরপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
আরও পড়ুন