ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সঙ্গীতশিল্পী অমর পাল আর নেই

প্রকাশিত : ০৯:০৪, ২১ এপ্রিল ২০১৯

পশ্চিমবঙ্গের প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী অমর পাল আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার বিকেলে কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৭ বছর। তার জন্ম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গতকাল সকালেও ছাত্রছাত্রীদের গানের ক্লাস করিয়েছেন অমর পাল। তারপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিমবঙ্গের শিল্পী মহলে।

সুরকার ও গায়ক অমর পালের জন্ম ১৯২২ সালের ১৯ মে। মা দুর্গাসুন্দরী দেবীর কাছে লোকসঙ্গীতে হাতেখড়ি হয় তার। আট বছর উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন ওস্তাদ আলাউদ্দিন খানের ছোট ভাই আয়েত আলি খানের কাছে। ১৯৫১ সালে আকাশবাণী কলকাতা কেন্দ্রের লোকসঙ্গীত শিল্পী হিসেবে গান পরিবেশন করেন।

দেবকী বসু, সত্যজিৎ রায়ের পরিচালিত ছবিতে গান গেয়েছিলেন তিনি। দেশ-বিদেশে একাধিক সম্মানে ভূষিত হয়েছিলেন অমর। ‘হীরক রাজার দেশে’ সিনেমাতে অমর পালের গাওয়া ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’ জনপ্রিয় হয়েছিল। এ ছাড়া তার প্রভাতি সঙ্গীত, ভাটিয়ালি গানও শ্রোতাদের মন জয় করে।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি