ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সচিবালয়ে আগুন: তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদন দেবে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ৩০ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ০৯:০০, ৩০ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। 

রোববার এব সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।   

উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান তাদেরকে জানিয়েছেন যে, সোমবার প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন তারা। তদন্তকাজের অংশ হিসেবে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা করা হতে পারে।

আরও জানানো হয়, তদন্তে আলামত রক্ষার স্বার্থেই সচিবালয়ে সাংবাদিকসহ জন চলাচল সীমিত করা হয়েছে, তবে কাল থেকে প্রথম পর্যায়ে ২০০ অস্থায়ী পাস পাবেন সাংবাদিকরা, যৌক্তিক কারণে অন্যদেরও পাস নেয়ার সুযোগ থাকবে।

গত বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিনের ছুটির রাতে সচিবালয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ। পুড়ে গেছে গুরুত্বপূর্ণ সব নথি। আগুনের লেলিহান শিখায় ধ্বংসযজ্ঞে পরিণত হয় ৭ নম্বর ভবনের ছয়, সাত, আট, নয়-এ  চারটি তলা। 

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ছয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। দীর্ঘ প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় গভীর রাতে লাগা আগুন নেভে গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায়। তবে পুরো আগুন নেভাতে লেগেছে প্রায় ১০ ঘণ্টা। 

আগুন নেভাতে এসে মারা গেছেন ফায়ার সার্ভিসের এক কর্মী।

জানা যায়, আগুনে পুড়ে গেছে সচিবালয়ের  ওই ৭ নম্বর ভবনে থাকা পানি সম্পদ মন্ত্রণালয়; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়। এছভাড়া অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি