সচিবালয়ের আগুন লাগা ওই ভবনে রয়েছে যেসব মন্ত্রণালয়
প্রকাশিত : ০৮:২৭, ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। বুধবার মধ্যরাত ওই ভবনে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ৬ ঘণ্টা ধরে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। ভবনটিতে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভাগের অফিস।
জানা যায়, সচিবালয়ের ৭ নম্বর ভবনে রয়েছে- পানি সম্পদ মন্ত্রণালয়; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়।
এছভাড়া অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কার্যক্রম চলে ওই ভবনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর আসে। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে।
এরপর আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ২০ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়।
এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের। তিন বাহিনীর সদস্যরা মিলে এখন সচিবালয় এলাকায় নিরাপত্তা দিচ্ছেন এবং ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন।
ভোর পাঁচটার পর ফায়ার সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট কড়া ভিডিওতে দেখা যায়, সচিবালয়ের সাত নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। বাইরে থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছে।
আগুন লাগার পর ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সচিবালয়ের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এএইচ
আরও পড়ুন