ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে শুটিংয়ে আনুশকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ১৯ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:৪১, ১৯ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা সম্প্রতি ব্যস্ত সময় পার করছেন ‘জাব হ্যারি মেট সেজাল’ এর প্রচারণার কাজে। ছবিটি মুক্তি পাবে আগামী মাসের ৪ তারিখে। এতে আনুশকার বিপরীতে অভিনয় করেছেন বলিউড কিং খ্যাত শাহরুখ খান।

ছবির প্রচারণা, আইআইএফএ এর অনুষ্ঠান ও বিরাট কোহলির সাথে প্রায় একমাসের বেশি সময় নিউইয়র্কে অবস্থান করেন।

মাত্র দু’দিন পূর্বে দেশে ফিরেছেন। ফিরেই শুরু করলেন তার পরবর্তী ছবির কাজ। ছবিটি নির্মাণ করা হয়েছে বলিউডের আরেক সুপারস্টার সঞ্জয় দত্ত-এর জীবনি নিয়ে।

এতে তার বিপরীতে কাজ করবেন রণবীর কাপুর। সেই সাথে আরও অভিনয় করবেন সুনীল দত্ত, পারেশ রাওয়াল, মনীষা কৈরালা ও নার্গিস দত্ত।
গত মঙ্গলবার আনুশকা তার ইনিস্টাগ্রামে ছবির শুটিং সেটে মেকাপ নিচ্ছেন এমন একটি ছবি শেয়ার করেছেন।

এতে তিনি লিখেছেন ‘গত দু’দিন ধরে নতুন ছবির শুটিং-এ।’

ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। যদিও ছবির নাম এখনও ঠিক করা হয়নি। এদিকে আনুশকা ফিল্ম ফেয়ার ম্যাগাজিনের আগস্ট সংখ্যার জন্যও তিনি ফটো শ্যুট করেছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি