ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সড়কে অবৈধ গাড়ি পার্কিং, বেড়েছে ভোগান্তি

তানভীর সুমন

প্রকাশিত : ১৯:১৪, ১৬ অক্টোবর ২০২৩

রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজার। বেশির ভাগ সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক এই এলাকায় অবস্থিত। গতকাল রোববার বিকেলে  গিয়ে দেখা যায়,  রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে  ছোট পিকআপ,কার ও মাইক্রোবাস। সকাল থেকে রাত পর্যন্ত পালাক্রমে পার্কিং হিসেবে ব্যবহার হচ্ছে রাজধানীর ব্যস্ততম এলাকা এই সড়কটি। শুধু  এই এলাকায় নয় রাজধানীর অধিকাংশ এলাকায় একই চিত্র।

কারওরান বাজার ও এর আশেপাশের রাস্তা গুলোতেও  একইভাবে কোথাও এক সারি, কোথাও একাধিক সারি করে দাঁড় করিয়ে রাখা হয়েছে গাড়ি। ক্ষুদ্র বিক্রেতা, পথচারী ও অফিসে আসা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, এটি এই এলাকার নিয়মিত দৃশ্য। এখানে প্রায় সারা দিনই যানজট লেগে থাকে।

আইন থাকলেও সঠিক প্রয়োগের অভাবে ঠেকানো যাচ্ছেনা রাজধানীর রাস্তাগুলোতে অবৈধ গাড়ি পার্কিং। তবে পরিবহন বিশেষজ্ঞদের মতে, গাড়ি রাখার জায়গা না থাকায় , বিভিন্ন সড়কের প্রায়  অধিকাংশ জায়গা পার্কিংয়ের কারণে দখল হচ্ছে। রাস্তায় অবৈধ পাকিং ঠেকাতে কার্যকরী কোন পদক্ষেপ নিতে না পারলে, রাস্তায় পার্কিং ঠেকানো যাবে না।

গাড়ির সংখ্যার তুলনায় পর্যাপ্ত রাস্তা না থাকায় প্রতিদিনই যানজটে পড়তে হয় নগরবাসীকে। এই যানজট আরও তীব্র হয়, যখন সারিবদ্ধভাবে রাস্তা দখল করে রাখা হয় ব্যক্তিগত যানবাহন।

শুধু ব্যক্তিগত নয়, বিভিন্ন বাণিজ্যিক ও সরকারী প্রতিষ্ঠানের গাড়িও অবৈধভাবে রাস্তার উপর পার্ক করে রাখা হয় ঘন্টার পর ঘণ্টা। অবৈধ পার্কিং বন্ধে  মামলা করা হলেও থেমে নেই পার্কিং। অবৈধ পার্কিং বন্ধে  প্রয়োজন প্রতিটা বিল্ডিং ও শপিংমলে  পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা এবং সরকারি ও বেসরকারি উদ্যোগে পার্কিং ব্যবস্থা গড়ে তোলা এমনি অভিমত বিশেষজ্ঞদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি