ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সত্যি কি মা হচ্ছেন বিপাশা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ২১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মুম্বাইয়ের খারের একটি হাসপাতালে দেখা গেছে বিপাশা বসুকে। তার সঙ্গে ছিলেন করণ সিং গ্রোভারও। আর বিপাশাকে হাসপাতালে দেখার পর থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছে। ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে- বিপাসা কি এবার মা হচ্ছেন? শুধু ভক্ত নয়, এ প্রশ্ন এখন বলিউডের সবখানে। কিন্তু, স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে হাসপাতালে গেলেও, এর নেপথ্যের কারণ ভিন্ন।

জানা যায়, করণ সিং গ্রোভারের পেটে সংক্রমণ হয়েছিল। সেই কারণেই স্বামীকে নিয়ে খার-এর ওই হাসপাতালে যান বিপাশা। তবে যাই-হোক না কেন, গুঞ্জন কিন্তু শেষ হয়নি। কারণ, খারের ওই হাসপাতালেই মা হন বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী। আর সেই কারণেই ওই হাসপাতালে বিপাশা এবং করণকে দেখার পর থেকেই শুরু হয় জোর গুঞ্জন।

যদিও তারকা দম্পতির মুখপাত্র বিপাশার প্রেগন্যান্সির কথা অস্বীকার করেছেন।

এক সাক্ষাৎকারে এই মুখপাত্র বলেন, এই ধরনের খবরের কোনো ভিত্তি নেই। গুঞ্জন উঠা প্রেগন্যান্সির খবর সম্পূর্ণ মিথ্যা। এটা একটি সংবেদনশীল বিষয় এবং কিছু মানুষ গুঞ্জন ছড়িয়ে সেটার স্বাদ নিতে চাচ্ছেন।

জন আব্রামের সঙ্গে ব্রেক আপের পর টেলি অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা বসু। এরপর অল্পদিনের মধ্যেই দুজন বিয়ে করে ফেলেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি