ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সন্তানদের জন্য দুধ কিনতে গিয়ে লাশ হলেন বাবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০১৮

মাগুরায় শহরতলীর পারনান্দুয়ালী যুব উন্নয়ন অফিসের সামনে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নিহতরা হলেন- মনিরুদ্দিন তালুকদার লাভলু (৩৮) এবং নিয়ামুল (২৫)। লাভলু মাগুরা শহরের সাকুরা কালার ল্যাবের কর্মচারী এবং নিয়ামুল তার শ্যালক।

আজ সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাগুরা থানার উপ-পরিদর্শক আব্দুল মমিন মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

আব্দুল মমিন বলেন, লাভলু সকাল ৭টার দিকে শ্যালক নিয়ামুলকে নিয়ে শহরের ম্যাটানিটি পাড়ার বাসা থেকে মোটরসাইকেলযোগে তার দুই সন্তানের জন্য শ্রীপুর উপজেলার রাধানগন বাজারে দুধ কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে হাইওয়ে সড়কে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী যুব উন্নয়ন অফিসের সামনে পৌঁছলে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি সড়কে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতক কাভার্ডভ্যান ও তার চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি