ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সন্তানদের জন্য ‘ভিক্ষা’ চাইলেন সানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডে পা রাখার পর থেকে একাধিকবার সানি লিওন নেটিজেনদের কাছে সমালোচনার পাত্র হয়েছেন। এমনকী সন্তান দত্তক নেওয়ার পরেও সোশ্যাল মিডিয়ার নিন্দার ঝড় উঠেছে তাকে নিয়ে। এবার সেই সমাজের কাছে ভিক্ষা চাইলেন সানি। সানির আবেদন- তাঁর সন্তানদের যেন মায়ের পেশার জন্য নিন্দিত না হতে হয়।

সানি লিওন ভারতে এসে বলিউডে পা রাখার আগেও বহুবার নিন্দার শিকার হয়েছিলেন। তা নিয়ে এবার মুখ খুললেন এই সাবেক পর্নস্টার।

এ বিষয়ে সানি বলেন, ‘মাত্র ২১ বছর বয়সে আমি প্রথম ঘৃণায় ভরা মেইল পেয়েছিলাম। শুরু দেশ বদলের কোনও ব্যাপার নয়, পুরো সমাজটাই এই রকম। ওই প্রথমবার আমি এত ঘৃণার সম্মুখীন হয়েছিলাম।’

কিন্তু এত কিছু শোনার পরেও নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন সানি। বাবা-মা সানির পেশা নিয়ে খুব একটা সন্তুষ্ট না হলেও সানির এতে কোনও অনুশোচনা নেই। কিন্তু নিজের সন্তানদের এসব থেকে দূরে রাখতে চান তিনি।

নিশাকে দত্তক নেওয়ার পরে সানি ও ড্যানিয়েলের সারোগেসির মাধ্যমে যময সন্তান হয়। তাদের নাম অ্যাশার ও নোয়া।

সানি চান, তাঁর সন্তানরা স্বাধীনতা উপভোগ করুক। তিনি কখনওই চান না যে তার সন্তানরা মানসিক ভাবে ও শারীরিক ভাবে আঘাত প্রাপ্ত হোক।

সানি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য সন্তানরা যাতে সমাজের নিন্দার শিকার না হয়।’

তিনি জানিয়েছেন, প্রথম প্রথম এই সব সমালোচনার উপযুক্ত জবাব দিতে পারতেন না তিনি। কারণ, তিনি খুব আবেগপ্রবণ। কিন্তু অভিজ্ঞতাই তাঁকে সাবলীল করে তুলেছে।

সূত্র : এবেলা

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি