ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০১৬

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ সমাজের জন্য বিরাট সমস্যা, ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করতে হবে। দেশের অগ্রযাত্রা অব্যহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করারও আহবান জানান প্রধানমন্ত্রী। সকালে সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করতে গণভবনের আঙিনায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই তাকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এরপর শারিরিকভাবে অক্ষম মানুষদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ঢাকা মহানগর আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা বৃষ্টি উপেক্ষা করে প্রিয় নেত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এরপর নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের মাধ্যমে দেশাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। ক’দিন আগে টঙ্গীতে অগ্নিকান্ডে নিহতদের পরিবার ও আহতদের সমবেদনা জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রাকে ধরে রাখতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। সব শেষে বিভিন্ন দেশের কুটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি