ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে- আওয়ামী লীগ

প্রকাশিত : ১৬:৩৬, ১৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৪২, ১৯ মার্চ ২০১৬

সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে তারা একথা বলেন। সন্ত্রাস মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। alসাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ শীর্ষক সেমিনারের আয়োজন করে দলটির প্রচার ও প্রকাশনা কমিটি। শুরুতে বিভিন্ন সময় বিএনপি-জামায়াতের নাশকতামূলক কর্মকান্ডের ওপর প্রামাণ্যচিত্র দেখানো হয়। সেমিনারে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত মানুষ হত্যা করে সভ্যতাকে ধংস করার অপষ্টোয় লিপ্ত। সামাজিক ও রাজনৈতিক ভাবে তাদেরকে প্রতিহত করারও আহ্বান জানান তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সাম্প্রদায়িকাসহ যেকোন ধরনের সন্ত্রাস মোকাবেলায় সরকার ততপর রয়েছে। বিএনপি কাউন্সিলের মাধ্যমে গণতান্তিক ধারায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ নেতারা। আমন্ত্রন না দেয়ায় বিএনপি’র কাউন্সিলে যাননি বলেও জানান সৈয়দ আশরাফ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি