ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সন্ত্রাস-জঙ্গিবাদ কঠোর হাতে দমনের ঘোষণা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:৫৭, ২৯ জুন ২০১৬ | আপডেট: ১৫:৫৭, ২৯ জুন ২০১৬

সন্ত্রাস-জঙ্গিবাদ কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় তিনি এ’কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, হত্যা করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়া ব্যক্তির জন্য খালেদা জিয়ার মায়াকান্না প্রমাণ করে এগুলো কারা ঘটাচ্ছে। সেনাবাহিনীর অনেকে অগণতান্ত্রিক পথে ক্ষমতায় এলেও প্রতিরক্ষা বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করেনি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারের উন্নয়ন ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন শেখ হাসিনা। বিশ্ব মানচিত্রে আত্মমর্যাদা ও সক্ষমতা নিয়ে মাথা তুলে দাঁড়াতে প্রতিরক্ষা খাতের উন্নয়নের চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, সরকারের অগ্রযাত্রা ব্যহত করতে বিএনপি- জামায়াত বিভিন্ন ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি