ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

'সন্ত্রাস, জঙ্গিবাদ দমন এবং উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শেখ হাসিনা আদর্শ নেতৃত্ব'

প্রকাশিত : ১৫:১৫, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:১৫, ২৪ অক্টোবর ২০১৬

টানা অষ্টমবার দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস, জঙ্গিবাদ দমন এবং উন্নয়ন ও গণতন্ত্র  প্রতিষ্ঠায় তিনি আদর্শ নেতৃত্ব বলে মনে করেন ভারত-রাশিয়ার ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা। একুশে টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তারা একথা জানান। সেই ১৯৮১ সালের ১৭ এপ্রিল। দল যখন ভাঙনের প্রায় দ¦ারপ্রান্তে জীবন বাজি রেখেই দেশে ফিরলেন  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেই থেকে দলের হাল ধরে আছেন দৃঢ়তার সাথে। ৮০ দশকে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামে পরিচয় দেন রাজনৈতিক প্রজ্ঞার। ঠাঁই করে নেন মানুষের মনের গহীনে। তার নেতৃত্বেই দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করে। ২০০৮ সালে এবং ২০১৪ সালের নির্বাচনেও বিপুল ভোটে জয় পায় আওয়ামী লীগ। পিলখানা হত্যাকান্ড, হেফাজতের তান্ডব থেকে শুরু করে হলি আর্টিজানের নৃশংসতাকে ছাপিয়ে সন্ত্রাসের উত্থান! মোকাবেলা করছেন তিনি অসীম ধৈর্য্য নিয়ে। ভারতীয় জনতা পার্টি বিজেপি’র নেত্রী ও নন্দিত অভিনয় শিল্পী রূপা গাঙ্গুলী বললেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিস্মিত ভারত। ইউনাইটেড রাশিয়ার উপ-সাধারণ সম্পাদক সের্গেই ঝেলেজনিয়াক মনে করেন, শেখ হাসিনার প্রতি জনগণের আস্থাই তাকে সঠিক পথ দেখাচ্ছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ভাইস প্রেসিডেন্ট ড. বিনয় প্রভাকর  শেখ হাসিনাকে উপমহাদেশের বিরল  নেতা উল্লেখ করে বলেন, যুগপৎ গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে তাঁর জুড়ি নেই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই তাঁর নেতৃত্বে দেশ পৌঁছুবে মধ্যম আয়ের দেশে এমনটাই প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি