ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সন্ত্রাস-জঙ্গিবাদ সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ৩০ জুলাই ২০২৩ | আপডেট: ১২:২৫, ৩০ জুলাই ২০২৩

আগের মতোই বাস পুড়িয়ে অগ্নিসন্ত্রাস করছে বিএনপি বলে অভিযোগ তুলে সন্ত্রাস-জঙ্গিবাদ সহ্য করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বিরুদ্ধে জুমার খুতবায় সবাইকে সচেতন করার তাগিদ দেন তিনি।

রোববার সকালে ৫ম পর্যায়ে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন সরকার প্রধান। 

গণভবন থেকে ভার্চ্যুয়ালি উদ্বোধনকালে ইসলামের নামে রাজনীতি করলেও ধর্মের প্রতি বিএনপির কোনো আন্তরিকতা ছিলো না বলেও মন্তব্য করেন সরকার প্রধান। 

তিনি বলেন, ইসলামের নামে ক্ষমতায় এলেও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছিলেন খালেদা জিয়া। দেশের সব মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন, ’৯৬ সালে যখন সরকার গঠন করি তখন ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব কোনো ভবন ছিল না। আমি ১০ তলা ভবন নির্মাণ করে দেই। সব জেলায় স্থায়ী অফিস ছিল না, মাত্র ৩৪টি জেলায় অফিস ছিল। আমি সরকারে আসার পর প্রতিটি জেলায় ইসলামী ফাউন্ডেশনের জন্য অফিসের ব্যবস্থা করে দেই ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

সব মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে উলে­খ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুজব ও অপপ্রচার রোধেরও আহবান জানান বঙ্গবন্ধু কন্যা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

এর আগে চার পর্যায়ে ৫০টি করে আরও দুইশটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চালু হয়েছে। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করবে সরকার।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি