সন্ত্রাসবাদের অর্থ ও অস্ত্রের যোগান বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান : প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১০:০৯, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১০:০৯, ২২ সেপ্টেম্বর ২০১৬
কোন দেশই সন্ত্রাসবাদ থেকে নিরাপদ নয় উল্লেখ করে সন্ত্রাসবাদের অর্থ ও অস্ত্রের যোগান বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। এসময় প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ প্রশ্নে বাংলাদেশের ‘জিরো টলারেন্স নীতি’র বিষয়টিও তুলে ধরেন। ভাষণে প্যারিস জলবায়ু চুক্তি অনুসমর্থনের জন্য সব দেশের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ এবং অস্ত্রশস্ত্র যোগান বন্ধ ও নৈতিক সমর্থন না দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, কোন দেশই সন্ত্রাসবাদ থেকে নিরাপদ নয়।
আঞ্চলিক সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ সরকার সফল জানিয়ে প্রধানমন্ত্রী তার সরকারের ‘জিরো টলারেন্স নীতি’র বিষয়টি বিশ্বনেতাদের কাছে তুলে ধরেন।
জাতিসংঘে অভিবাসী ও শরণার্থী বিষয়ক সম্মেলনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মেলন বর্তমান সময়ে অভিবাসনের ধারণা এবং বাস্তবতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে সাহায্য করবে।
জলবায়ু পরিবর্তন বাংলাদেশের অনেকগুলো উন্নয়ন অর্জনকে হুমকির মুখোমুখি করছে জানিয়ে ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তিটি অনুসমর্থনের জন্য সব দেশের প্রতি আহ্বান জানান তিনি।
ভাষণে নারীর অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
মতের ভিন্নতা থাকা সত্ত্বেও মানবতার স্বার্থে জাতিসংঘকে আরও টেকসই এবং প্রাসঙ্গিক করে তুলতে নতুন করে শপথ নিতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন