ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সন্ত্রাসী কাজে জড়িত থাকায় ১ লাখ ২৫ হাজারেরও বেশি একাউন্ট বাতিল করেছে টুইটার

প্রকাশিত : ০৮:৩২, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ০৯:৩০, ৬ ফেব্রুয়ারি ২০১৬

সন্ত্রাসী কাজে জড়িত থাকার দায়ে ১ লাখ ২৫ হাজারেরও বেশি একাউন্ট বাতিল করেছে সামাজিক যোগযোগ মাধ্যম টুইটার। গেল বছরের মাঝামাঝি সময়ের মধ্যে এসব একাউন্ট বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক এ মাধ্যমটি জানায়, অধিকাংশ একাউন্টই সন্ত্রাসী সংগঠন আইএসের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। আগামী ডিসেম্বরে টুইটার ও ফেইস বুকের মতো সামাজিক যোগযোগ মাধ্যমগুলোকে সন্ত্রাসী কাজের সংশ্লিষ্টতা খুঁজে বের করার বাধ্য-বাধকতা রেখে বিল উত্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও এ নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। এক গবেষণায় দেখা গেছে, ২০১৪ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৪৬ হাজারেরও বেশি টুইটার একাউন্টের মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালানো করা হয়। বর্তমানে বিশ্বব্যাপী ৫০ কোটির বেশি মানুষ টুইটার ব্যবহার করে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি