ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সন্ত্রাসী নামিয়ে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ২০ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৫, ২০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

সন্ত্রাসী নামিয়ে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন।
বিকেলে নগরীর নসিমন ভবনের কাছে দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে তিনি বলেন, রাঙ্গুনিয়ায় বিএনপি’র মহাসচিবের উপর হামলার ঘটনা প্রমান করে দেশে গণতান্ত্রিক সরকার নেই। ক্ষমতার মোহে আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে বলেও মন্তব্য করে করেন তিনি। এসব অগণতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি