ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ফ্রান্সের প্রেসিডেন্টকে এরদোগান

সন্ত্রাসীদের সাথে তুরস্কের মধ্যস্থতা করার আপনি কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ৩০ মার্চ ২০১৮

সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের সাথে তুরস্কের আলোচনার জন্য মধ্যস্ততা করার যে প্রস্তাব ফ্রান্স দিয়েছিল তা প্রত্যাখান করেছে তুরস্ক। ফ্রান্সের এমন প্রস্তাবের কড়া জবাবের মধ্যে দিয়েই তা প্রত্যাখ্যান করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান।

গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন প্যারিসে সিরিয়ার কুর্দি প্রতিনিধিদের সাথে এক বৈঠকে মিলিত হন। এসময় কুর্দিদের সাথে আলোচনার জন্য তুরস্কের প্রতি আহবান জানান ফরাসি প্রেসিডেন্ট। আর এই আলোচনার জন্য প্রয়োজনে ফ্রান্স মধ্যস্ততা করতে প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে ফ্রান্সের এ প্রস্তাব ফিরিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান আজ শুক্রবার বলেন, “তুরস্ক এবং সন্ত্রাসী কুর্দিদের সাথে আলোচনার মধ্যস্ততা করার আপনি কে? যারা সর্বোচ্চ সংখ্যক সন্ত্রাসীদের আশ্রয় দেয় আর যাদের দেশে সন্ত্রাসীরা অবাধে তাদের কার্যক্রম পরিচালনা করে তাদের বুঝে নেওয়া উচিত যে, এটা তুরস্কের বিরুদ্ধে বৈরিতার বহিঃপ্রকাশ”।

তুরস্কের আংকারায় ক্ষমতাসীন একে পার্টির এক সভায় এমন বক্তব্য করেন এরদোগান। এসময় ফ্রান্সকে উদ্দেশ্য করে আরও বলেন, “যারা সন্ত্রাসীদের সাথে একই বিছানায় ঘুমায় এমনকি তাদের প্রাসাদে সন্ত্রাসীদের আমন্ত্রণ জানায়, আজ অথবা কাল, তারা ঠিকই তাদের ভুল বুঝতে পারবে”।

“ফ্রান্সের নিজেদের নীতিমালার কারণেই যখন ইরাক ও সিরিয়ার সন্ত্রাসীদের দিয়ে ফ্রান্স পূর্ণ হয়ে যাবে তখন যে তারা (ফ্রান্স) আমাদের সাহায্য চাইতে না আসে”-ফ্রান্সের প্রতি সতর্কতা উচ্চারণ করে বলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

প্রসঙ্গত, ইরাকের কুর্দিস্তানের কুর্দিশ পিপল’স প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজি তুরস্কের কাছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত। ইরাক-তুরস্ক সীমান্তে স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র গঠনের জন্য লড়াই করে আসছে কুর্দিরা।

সূত্র: আল-জাজিরা

//এস এইচ এস//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি