ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ১৮ অক্টোবর ২০২২ | আপডেট: ২২:২০, ১৮ অক্টোবর ২০২২

'উঠো, জাগো এবং শ্রেয়কে বরণ করো' এই মহামতি মন্ত্রে দীক্ষিত সংগঠন সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের গৌরবময় ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সন্দ্বীপে এনাম নাহারস্থ নারী প্রগতির হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর পরিবেশে মুক্ত আলোচনার মধ্য দিয়ে সংগঠনের জন্মদিন পালন করা হয়। এরপরে সবার অংশ গ্রহণের মাধ্যমে কেককাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের দীর্ঘদিনের সুহৃদ ও শুভাকাঙ্খীরা সংগঠনকে শুভেচ্ছা জানায়।

সন্দ্বীপের যুগপূর্তির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি রিধোয়ানুল বারী। চট্টগ্রাম শাখার সভাপতি শেখ শরিফুল আলম সৌরভের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি নীলাঞ্জন বিদ্যুৎ এবং নাট্যজন আবুল কাশেম শিল্পী। 

অনুষ্ঠানে কবি নীলাঞ্জন বিদ্যুৎ বলেন, দ্বীপ-উপজেলা সন্দ্বীপে এই সংগঠনটি ধারাবাহিক কাজের মধ্য দিয়ে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে, এটি বিরল ঘটনা। তরুণদের সবুজ সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে। সেই সাথে সন্দ্বীপের আর্থ- সামাজিক উন্নয়ন ও গণমানুষের স্বপ্নগুলো পূরণ হবে বলে মনে করি। এই সংগঠন অগণিত বসন্ত বেঁচে থাকুক এই কামনা করছি। 

নাট্যজন মাষ্টার আবুল কাশেম শিল্পী বলেন,  সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশন এর  ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল নেতৃবৃন্দকে জানাই শুভেচ্ছা। সংগঠনটি বায়ান্ন ও একাত্তরের চেতনায় উজ্জীবিত হয়ে তরুণদের সৎ চরিত্র গঠনকে সামনে রেখে সকল প্রকার অনিয়ম ও পশ্চাৎপদতাকে পিছনে ফেলে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সংগঠনটির জন্ম হয়েছে।আশা করি স্কুল কলেজের সকল সদস্যবৃন্দের সক্রিয় অংশগ্রহণে সংগঠন আরো বহুদূর এগিয়ে যাবে।

সংগঠনের সহ-সভাপতি রিধোয়ানুল বারী বলেন, সংগঠনটি আমার কাছে একটি পরিবার, একটি আবেগের নাম। ২০০৭ সালের রাজনৈতিক সংকটের সময় এটি সমাজকে বদলে দিতে প্রতিষ্ঠা করা হয়। শুরু থেকেই অনেক বাধা-বিপত্তি এসেছে কিন্তু দমাতে পারেনি। এটা অদুর ভবিষ্যতে সন্দ্বীপের নাম উজ্জ্বল করবে বিশ্বব্যাপী। 

সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী ইফতেখারুল আলম তারেক টেলিকনফারেন্সে বক্তব্যে বলেন, নিঃসন্দেহে আমরা ভালো মুহূর্তে এসে পৌঁছেছি। এই এক যুগের পথচলার সারথিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সংগঠনের মাধ্যমে দ্বীপ উপজেলা সন্দ্বীপে তৃণমূলে সামাজিক-সাংস্কৃতিক অঙ্গণে পরিবর্তন এসেছে, সামনের দিনে আরও আসবে সে লক্ষে অসংখ্য সৃজনশীল তরুণরা মাঠে কাজ করছে।

তিনি আরও বলেন, একটি সুস্থ সমাজ বিনির্মানের প্রচেষ্টায়, সংগঠনের কর্মকাণ্ডের মাধ্যমে একটি ইতিবাচক ফলাফল সন্দ্বীপের মানু্ষ পেতে শুরু করেছে। এর ফলভোগী বিশেষত, তরুণ সমাজ। অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সন্দ্বীপবাসীকে আমরা জানান দিয়েছি এই তরুণরা সুন্দরের পথে, পরিবর্তনের পক্ষে। সংগঠনের পথচলার মধ্য দিয়ে একটি অহিংস সমাজ গড়ে উঠুক এই কামনা করছি। 

সংগঠনের সভাপতি আমির হোসেন রিশাদ শুভেচ্ছা বার্তায় বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমরা ধারাবাহিতা রক্ষা করে চলেছি। এই বিশাল সময়ে আমাদের পথচলাকে যারা মসৃণ করেছে আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা মনে করি, সন্দ্বীপে তরুণদের মধ্যে যদি একতা থাকে তাহলে যেকোন সৃষ্টিশীলকাজের মাধ্যমে আমরা অনেকদূর এগিয়ে যাবো। সংগঠনটি সন্দ্বীপে সৃষ্টিশীল কাজের প্রতিযোগিতা সৃষ্টি করেছে। এই ক্ষেএে আমাদের সংগঠন পাইওনিয়ার। যেকোন অনিয়মের বিরুদ্ধে সোচ্ছার আছি, সেই সাথে আমাদের তরুণ প্রজন্ম ঐক্যবদ্ব রয়েছে।

তিনি আরও বলেন, সন্দ্বীপে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে মুক্তি দিতে চাই। যেকোন সুন্দরকাজে সংগঠনের নেতা কর্মীরা কাজ করে যাবে। এছাড়া অতীতের সকল অর্জন ধরে রেখে নতুন প্রত্যয়ে আমরা এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এবি কলেজ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, এবি কলেজ শাখার সহ-সভাপতি মাইমুনা নাসিমা, নারী বিষয়ক সম্পাদক ফারিয়া নিহা, প্রচার সম্পাদক শারমীন আকতার, সদস্য ফারজানা বকুল, চট্টগ্রাম শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, এম আর কলেজ শাখার সাধারণ সম্পাদক মো হৃদয়, সাউথ সন্দ্বীপ কলেজ শাখার সদস্য আবদুল হাকিম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবি কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. পারভেজ, শারমিন আকতার, ফারজানা বকুল,মাইমুনা নাসিমা, আরজু,দিলখুশা,শানজিদা,শারমিন,ফারিয়া,আসমা,তাহমিনা,জয়শ্রী,রাকিব,করিম,জিহাদ,সৈকত,জয়,ইমন,আল আমীন,আল ইসলাম,
নাজমুল, তাহসিন, মেহেরাজ, মুন্না, রাফি, ইফতেখার, আরমান, আবদুল কাদের, আবদুল হাকিম, সজীব হোসেন, আইমন, জাহেদ, আদর, হৃদয়, সাকিব, আল আমীন, ইসমাইল, তৌহিদ, মিলাদ হোসেন, ফারিয়া আক্তার, জোবেদা প্রীতি, প্রমুখ। 

উল্লেখ্য, সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশন ২০০৭ সালে ১৮ অক্টোবর কাজী ইফতেখারুল আলম তারেকের নেতৃত্বে সন্দ্বীপের একঝাঁক সৃজনশীল তরুণদের নিয়ে যাএা শুরু করে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অনেক চড়াই-উৎরাই পার করে একযুগ সম্পন্ন করেছে। এই দীর্ঘ পথপরিক্রমায় অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যদিয়ে সন্দ্বীপে শিক্ষা, সাহিত্য, সামাজিক-সাংস্কৃতিক, মানবিক ক্ষেত্রে নাগরিক বদ্বতা থেকে সক্রিয় ভূমিকা পালন করেছে। একই সঙ্গে ৫২ ও ৭১ এর চেতনা বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের কাঙ্খিত সমাজ বির্নিমানের লক্ষে সংগঠনটি বদ্বপরিকর। এছাড়া মাদক ও জঙ্গিবাদ নির্মূলের লড়াইয়ে সোচ্ছার থেকে একটি অহিংস সমাজ গঠনের সংগ্রামে শত তরুণ কাজ করে যাচ্ছে।   

জানা গেছে, 'মুজিব বর্ষ' উপলক্ষে জাতির পিতার জন্মশতবার্ষিকীকে সামনে রেখে সংগঠনের যুগপূর্তির দুই দিনব্যাপী আয়োজন করা হবে। এই উপলক্ষে সংগঠনের যুগপূর্তির প্রস্তুতির কাজ হাতে নিয়েছে তারুণ্যের এই সংগঠন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি